1. শূন্যপদ :-
2. কারা কারা যোগ্য প্রার্থী :-
I. জাতীয়তা তে অবশ্যই ভারতীয় হতে হবে।
II. আবেদনকারি কে অবশ্যই যে কোনো শাখায় স্নাতক হতে হবে, নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান থেকে।
III. প্রার্থী কে অবশ্যই বাংলা বলতে, পড়তে, ও লিখতে হবে।
IV. প্রার্থীর বয়স 20 বছরের নীচে হবে না এবং 27 এর বেশি হবে না। উচ্চ বয়সের প্রার্থীরা অবশ্যই বয়সের ছাড় পাবেন এস সি /এস টি রা 5 বছর ও ও বি সি রা 3 বছরের ছাড় পাবেন। দফতরে চাকরি করেন এমন কেউ দরখাস্ত করলে 35 বছর বয়স পর্যন্ত দরখাস্ত করতে পারবেন।
3.শারীরিক কাঠামো :-
4. নিয়োগের পদ্ধতি:-
প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট , ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্ট ও ফাইনাল কমবাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্ট নেবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বোর্ড।
5. পরীক্ষার সিলেবাস :-
(ক) পেপার I :-জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যরেথমেটিক
(খ) পেপার II:- ইংরেজি
(গ) পেপার III:- বাংলা /ইংলিশ /হিন্দী /উর্দু /নেপালি
6. আবেদন ফি :- এস সি /এস টি আবেদন ফি শুন্য প্রসেসিং ফি 20 টাকা এবং ও বি সি ও জেনারেল 250 টাকা এবং প্রসেসিং 20 টাকা মাত্র।
7. আবেদন পদ্ধতি :- আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে আগামী 09/09/2019 তারিখের আগে। এবং ফি কাটাতে পারবেন ডেভিড কার্ড/ক্রেডিট কার্ড /নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
বি:দ্র:- আরো বিস্তারিত জানতে ডাউনলোড করুন বিজ্ঞাপন টি নিম্নে লিঙ্কে ক্লিক করে 👇
This website is a job related site. The admin collects all the job updates from Organized Authority Official Website. If something went wrong / fake the admin authority will not take the responsibility. If you are willing to Apply, please check notification and forms. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.